২৪ ঘন্টায় যমুনা নদীর পানি আরো ২২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪২:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি আরো ২২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৭৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
চরাঞ্চলসহ জেলার নদী তীরবর্তী ৬টি উপজেলার প্রায় ২৫টি ইউনিয়নের নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে ফসলী জমি ও রাস্তাঘাট তলিয়ে গেছে ।পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযারী, রোববার সকালে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি ১২ দশমিক ৫৬ মিটার রেকর্ড করা হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বিপদসীমা অতিক্রম করতে পারে।