“ওয়ালটন বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা ২০ ডিসেম্বর শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- / ১৬১২ বার পড়া হয়েছে
স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে — আগামী ২০ ডিসেম্বর “ওয়ালটন বিজয় দিবস হ্যান্ডবল নারী-পুরুষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
হ্যান্ডবল ফেডারেশন ও ওয়ালটনের যৌথ উদ্যোগে এ খেলায় আয়োজন করা হয়েছে। দুপুরে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা। এ খেলায় ছয়টি পুরুষ ও ছয়টি মহিলা দলে অংশগ্রহণ করবে। খেলায় প্রায় সোয়া ৫ লাখ টাকা ব্যয় ধরা হলেও, ওয়ালটন ৩ লাখ টাকা অর্থায়ন করবে বলে জানানো হয়েছে। করোনার প্রকোপ এড়াতে বিধিনিষেধ মেনে খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। সংবাদ সম্মেলনে হ্যান্ডবল ফেডারেশন ও ওয়ালটনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।