২০ জুনের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
২০ জুনের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিশনের পরবর্তী সভায় তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
দুপরে নির্বাচন ভবনে কমিশনের প্রথম সভাশেষে তিনি বলেন, সিটি নির্বাচন আয়োজনে কোনো বাধা না থাকায় চলতি মাসের শেষ সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে সেখানে মেয়র দায়িত্ব পালন করবেন নাকি প্রশাসক বসবে সে বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় চুড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও জানান মো. হুমায়ুন কবীর খোন্দকার।