২০৪১ সালের মধ্যে বাংলাদেশের ৫৫ লাখ মানুষ কাজ হারাবে

- আপডেট সময় : ০৯:২৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
চতুর্থ শিল্প বিপ্লবের কারণে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের ৫৫ লাখ মানুষ কাজ হারাবে উল্লেখ করে দেশের জনশক্তিকে এখনই দক্ষ করে গড়ে তোলার তাগিদ দিয়েছে ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি। অপরদিকে ২০৩০ সালের মধ্যে আরো ৪০ বিলিয়ন ডলার রপ্তানী বাড়ানোর চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মী প্রশিক্ষণ এবং শিক্ষা ব্যবস্থায় দক্ষ কর্মী তৈরিসহ বাজার সম্প্রসারণের বিকল্প নেই বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট রেজওয়ান রহমান। ক্ষুদ্র ও অতিক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসার পরিবেশ সুগম করারও আহ্বান ডিসিসিআই প্রেসিডেন্টের। দুপুরে ঢাকার মতিঝিলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
২০২১ সালে অর্থনীতির চ্যালেঞ্জ এবং ঢাকা চেম্বার অব কমার্সের কর্মপরিকল্পনা তুলে ধরতে শনিবার মতিঝিলের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট রেজওয়ান রহমান।
গেল বছর করোনায় ব্যবসা-বাণিজ্যের মন্দা পরিস্থিতি আর নতুন বছরের প্রত্যাশা নিয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি।
এসডিজি অর্জনে ২০৩০ সালের মধ্যে আরো ৪০ বিলিয়ন ডলার রপ্তানি বাড়াতে হবে বলে জানান ডিসিসিআই প্রেসিডেন্ট। এসময় চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলার আহ্বান জানান তিনি।
মাঝারি উদ্যোক্তাদের পাশাপাশি ক্ষুদ্র ও অতিক্ষুদ্র উদ্যোক্তাদের প্রয়োজনীয় অর্থায়নের লক্ষ্যে এসএমই ব্যাংক স্থাপনের পরামর্শ দেন তিনি।
অর্থনীতিকে গতিশীল ও কর্মসংস্থান বাড়াতে দেশের ব্লু ইকোনমির সর্বোচ্চ ব্যবহার, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, এবং এফডিআই আকর্ষণে ২০২২-২৩ অর্থবছরে কর্পোরেট ট্যাক্স কমানোর দাবি জানান ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট।