২০২২ সালে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে

- আপডেট সময় : ০২:৪৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
- / ১৬৮৪ বার পড়া হয়েছে
২০২২ সালে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে। এ লক্ষ্যে এসব দেশের সঙ্গে যৌথভাবে নানা অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।ঢাকার বিভিন্ন দূতাবাস ও বিদেশের বাংলাদেশ মিশনগুলোও এরই মধ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে।
স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশের সংগে পূর্ব ও পশ্চিম জার্মানি, পোল্যান্ড, বুলগেরিয়া, নেপাল, জাপান, যুক্তরাজ্য, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইতালি, ফ্রান্স, কানাডা, সিঙ্গাপুর সুইজারল্যান্ড, শ্রীলঙ্কা, মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সোভিয়েত ইউনিয়ন, মিয়ানমারসহ বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। এই সম্পর্কের ৫০ বছর পূর্তিতে অনেক দূতাবাস বিশেষ লোগোও তৈরি করেছে।এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করতে চায়। এ লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিও নেয়া হয়েছে। এসব কর্মসূচি পালনের মধ্য দিয়ে অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে প্রত্যাশা করেন তিনি।