২০২২ সালের মধ্যে মংলা বন্দর থেকে ভারতের শিলিগুড়ি পর্যন্ত রেল সংযোগ চালু হবে

- আপডেট সময় : ০৮:২৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ভারত-বাংলাদেশের সরকার পর্যায়ের সম্পর্ক এরই মধ্যে যেভাবে ঘনিষ্ঠ হয়েছে, তেমনি এখন দু’দেশের জনগণের সাথে জনগণের সম্পর্কও ঘনিষ্ঠ করা হবে। মন্তব্য করেছেন, রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।
দুপুরে নীলফামারিতে ভারত-বাংলাদেশ সীমান্তে ৭৮২ নম্বর পিলারের কাছে অনুষ্ঠিত দু’দেশের নতুন রেলপথ– চিলাহাটী-হলদিবাড়ী সংযোগ নির্মাণ কাজে বিএসএফ ও বিজিবি’র সমন্বয় বৈঠকে তিনি একথা বলেন। ২০২২ সালের মধ্যে মংলা বন্দর থেকে ভারতের শিলিগুড়ি পর্যন্ত রেল সংযোগ চালু হবে এবং চলতি বছরের জুনে চিলাহাটী-হলদিবাড়ী রেলপথের নির্মাণ কাজ শেষ হবে বলে জানান তিনি। এই রেলপথটি নির্মিত হলে উভয় দেশ অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি ভারত বাংলাদেশের ভূমি ব্যবহার করে কোলকাতা থেকে উত্তর-পূর্বাঞ্চলে সরাসরি ট্রেন চালাতে চাইলে প্রচুর সময় বাঁচবে বলেও জানান তিনি। এই রেলপথের মাধ্যমে ভারতের পাশাপাশি নেপাল, ভুটানও যুক্ত হওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে।