১ লাখ ৪৬ হাজার পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
- / ১৬৭২ বার পড়া হয়েছে
চট্টগ্রামের আনোয়ারায় ১ লাখ ৪৬ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুইটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।
দুপুরে হালিশহর জেলা পুলিশ লাইন্সে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানা ও পটিয়া থানা পুলিশের যৌথ অভিযানে এই ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। পুলিশ সুপার বলেন, কয়েক বছর ধরেই এই চক্রের সঙ্গে জড়িত। সবশেষ গতকাল তিন লাখ টাকার চালানটি টেকনাফ থেকে চট্টগ্রামে নেয়ার সময় তাদের গ্রেফতার করা হয়।