১৯৭৩ সালের জাপান সফর নিয়ে বঙ্গবন্ধুর একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৩ সালের জাপান সফর নিয়ে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনী হয়েছে ফরেন সার্ভিস একাডেমীতে। এতে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর বঙ্গবন্ধুর ৬ দিনের রাষ্ট্রীয় সফরের বিশেষ মূহুর্তগুলো তুলে ধরা হয়।
প্রামাণ্যচিত্রের নাম স্ক্যানিং অব ডকুমেন্টারি অন ওয়েলকাম বঙ্গবন্ধু নাইনটিন সেভেনটি থ্রি। স্বাধীনতার পর বঙ্গবন্ধু বিভিন্ন দেশ সফর করলেও জাপান ছাড়া অন্য কোন সফরের ডকুমেন্ট সংরক্ষণ করা হয়নি। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, বাংলাদেশের সব সময় অকৃত্রিম বন্ধু জাপান। এটা প্রামাণ্যচিত্রে ফুঠে উঠেছে। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ছাড়াও উপস্থিত ছিলেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।