১৯৭১ সালের ৯ মার্চের এই দিনেও রাজনীতির উত্তাপ অব্যাহত ছিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের ঘোষিত আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে ১৯৭১ সালের ৯ মার্চের এই দিনেও রাজনীতির উত্তাপ অব্যাহত ছিল। দিনের আলোচিত ঘটনা ছিল বঙ্গবন্ধুর সঙ্গে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর বৈঠক এবং পল্টন ময়দানের জনসভায় ভাসানীর বক্তৃতা।
ঘোষিত আন্দোলনের কর্মসূচি অনুযায়ী এই দিন সচিবালয়সহ সারা দেশে সব সরকারি ও আধা সরকারি অফিস, হাইকোর্ট ও জেলা কোর্ট প্রভৃতিতে সর্বাত্মক হরতাল পালিত হয়। অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ থাকে। সরকারি ও আধা সরকারি অফিস, ভবন ও যানবাহন এবং বাসগৃহে কালো পতাকা ওড়ানো হয়। আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীরা আওয়ামী লীগের সাহায্য তহবিলে অর্থদানের সিদ্ধান্ত ঘোষণা করেন। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের পর শিল্পীরা সিদ্ধান্ত নেন, ঢাকা বেতার ও টেলিভিশনের সব অনুষ্ঠান বর্তমান গণআন্দোলনের অনুকূলে হবে।
















