১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধের ঘোষণা

- আপডেট সময় : ০৭:০৯:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
করোনা ঝুঁকির কারণে আগামী ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি। ছুটির সময় শিক্ষার্থীদের বাসায় থাকার বিষয়টি অভিভাবকদের নিশ্চিত করার আহবান জানান তিনি। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হোটেল-রেস্তোরাঁ ও বড় প্রতিষ্ঠান আপাতত বন্ধের দরকার নেই। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে বাংলাদেশে। এ কারণে সমাবেশ বা গণজমায়েতের বিষয়ে সতর্কতা জারি করেছে সরকার। কিন্তু, সমালোচনার মুখেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলাই ছিল। অবশেষে, স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার।
এ বিষয়ে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত জানান, শিক্ষামন্ত্রী ডা. দিপু মণি।আগামি এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।একই বিষয়ে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
এদিকে, সরকারি কর্মচারিদের মাদক পরীক্ষা বিষয়ে অনুষ্ঠিত এক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বলেন, হোটেল-রেস্তোরাঁ ও বড় বড় প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় হয়নি।তিনি জানান, করোনার কারণে পুলিশের ট্রেনিং বন্ধ হবে না।