১৮ ঘন্টা অতিক্রান্ত হলেও এখনো জানা যায় নি সেটি বোমা কিনা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
পাওয়ার ১৮ ঘন্টা অতিক্রান্ত হলেও এখনো জানা যায় নি সেটি আদৌ বোমা কিনা। এখন পর্যন্ত বোমা নিষ্ক্রিয় দল ঘটনাস্থলে পৌছায়নি।
বুধবার সন্ধ্যায় চৌহাট্টা এলাকার সিংহবাড়ির পাশে দাঁড় করিয়ে রাখা পুলিশ সার্জেন্টের একটি মোটর সাইকেলে সন্দেহজনক ডিভাইস লাগানো দেখে সার্জেন্ট চয়ন নাইডু পুলিশকে খবর দেন। তাৎক্ষনিকভাবে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে এই ডিভাইস দেখে তাদেরও সন্দেহ হয়। পরে মহানগর পুলিশের উধর্তন কর্মকর্তারা এসে জায়গাটিকে ফিতা টেনে ঘিরে রাখেন।গতকাল থেকে জিন্দাবাজার চৌহাট্টায় যান চলাচল বন্ধ রয়েছে।