১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:২৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৬২ বার পড়া হয়েছে
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২ সেপ্টেম্বর তিনি অধিবেশনে বক্তব্য দেবেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, প্রধানমন্ত্রীকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া নৈশভোজেও আমন্ত্রণ জানানো হয়েছে।
এবারের অধিবেশনের যুদ্ধবিগ্রহ পরিহার, চলমান খাদ্য ও জ্বালানি সংকট নিরসন, আর্থিক অনিশ্চয়তা মোকাবিলা, বিশ্ব শান্তি, বহুপাক্ষিকতাবাদ ও টেকসই উন্নয়নের জন্য কার্যকর বৈশ্বিক উদ্যোগ, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের বিষয়গুলো গুরুত্ব পাবে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া, অধিবেশনে রোহিঙ্গা সমস্যা এবং এর স্থায়ী সমাধানের বিষয়েও আলোচনা হবে বলে জানান তিনি।

 
																			 
																		






















