১৭ দিনের প্রচারণা শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট আগামীকাল

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
- / ১৬৪১ বার পড়া হয়েছে
১৭ দিনের প্রচারণা শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট আগামীকাল। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।
ভোটকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে নারায়ণগঞ্জে।
বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। রাত থেকে নগরীতে গাড়ি বহর নিয়ে টহল দিচ্ছে রেব। সন্দেহভাজন কাউকে পেলেই করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। সবগুলো কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।ভোটের দিনকে ঘিরে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা।
নির্বাচনের এবার প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইভিএমের মাধ্যমে। তাই ইভিএম সরঞ্জাম প্রস্তুত করে রাখা হয়েছে শহরের মর্গান গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে।দুপুর থেকে শুরু হবে কেন্দ্রে কেন্দ্রে বিতরণ। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে কঠোর অবস্থানে।