১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত খুব বেশি প্রয়োজন না হলে নগরবাসী যেন ঘর থেকে বের না হন : আইজিপি
- আপডেট সময় : ০৮:৫২:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, ইসলাম কখনও জঙ্গীবাদকে সমর্থন করে না। এজন্য ছাত্রজীবন থেকেই সচেতন হওয়া জরুরি।দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় ভিভিআইপিদের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রীয় দায়িত্বের কথা জানিয়ে আইজিপি বলেন, আগামী ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত খুব বেশি প্রয়োজন না হলে নগরবাসী যেন ঘর থেকে বের না হন।
সোমবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদানের এই অনুষ্ঠান।
এতে অংশ নিয়ে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দিয়ে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন জঙ্গিদের হাতেই সবচেয়ে বেশি মুসলমানরা নিগৃহীত হয়েছে, সবচেয়ে বেশি মুসলমানদের রক্ত ঝরেছে। তাই ছাত্রজীবন থেকেই সচেতনভাবে ধর্মীয় মূল্যবোধের চর্চা করতে হবে।
আইজিপি বলেন, কিছু কুলাঙ্গার বিদেশের মাটিতে বসে দেশ এবং রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে। তারা পরগাছা বলেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তারা।
আইজিপি বলেন, ভিভিআইপিদের নিরাপত্তা দেওয়া সবার রাষ্ট্রীয় দায়িত্ব জানিয়ে ১৭-২৬ মার্চ পর্যন্ত খুব বেশি প্রয়োজন না হলে নগরবাসীকে বের না হওয়ার অনুরোধ করেন তিনি।























