১৬ বছরেও শেষ হয়নি রাজশাহী সিটি সেন্টার নির্মাণ কাজ

- আপডেট সময় : ১১:২৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / ১৫০৭ বার পড়া হয়েছে
রাজশাহী সিটি সেন্টারের নির্মাণ কাজ ১৬ বছরেও শেষ হয়নি। ১৬ তলা মার্কেটের নির্মাণ কাজ পাঁচ বছরের মধ্যে শেষ করার কথা থাকলেও ৩টি ফ্লোরে গুটি কয়েক দোকান চালু করা হয়েছে। নেই কোন ক্রেতা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগকারী দোকান মালিকরা। নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেছেন রাজশাহী সিটি করপোরেশন। অবহেলা ও অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের।
২০০৯ সালে পিপিপি’র আওতায় রাজশাহী সিটি কর্পোরেশনের পুরোনো ভবন ভেঙ্গে সিটি সেন্টার নির্মাণের কাজ শুরু করে এনা প্রপার্টিজ। ২০১৪ সালের মে মাসের মধ্যেই এর নির্মাণ কাজ শেষ করার কথা। অথচ দফায় দফায় সময় বাড়ানো হলেও কাজ শেষ করতে পারেনি রাজশাহী-৪ আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। আর এতে করে হতাশ এই মার্কেটের বিনেয়োগকারীরা।
এই প্রকল্পের আড়ালেও রয়েছে পলাতক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সীমাহীন দুর্নীতি। বলছেন রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির নেতারা।
নির্মাণ কাজেও অনুসরণ করা হয়নি প্রকল্পের অনুমদিত নকশা। এসব অনিয়মে বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
প্রথমে মুখ খুলতে না চাইলেও নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেন রাসিকের সম্পত্তি শাখার এই কর্মকর্তা।
শুধু সিটি সেন্টারই নয়। বিনা টেন্ডারে পছন্দের ঠিকাদারদের দিয়ে কাজ করানোয় নগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার মুড়ি পট্টির বৈশাখী মার্কেট ও ষোষ্টি তলা এলাকার স্বপ্নচুড়া আর দারুচিনি মার্কেটের অবস্থা আরও বেহাল। ঠিকাদারী প্রতিষ্ঠানসহ অবহেলা ও অনিয়মের সাথে জড়িত সকলের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের।