১৫ হাজার কন্টেইনার জট স্বাভাবিক হতে তিন সপ্তাহ সময় লাগেবে

- আপডেট সময় : ০৮:৩৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০
- / ১৬৫১ বার পড়া হয়েছে
আটাত্তর ঘণ্টা ধর্মঘটের পর অফডক কেন্দ্রীক প্রাইমমুভার ও ট্রেইলার শ্রমিক ইউনিয়নের ধর্মঘট প্রত্যাহার হলেও, সৃষ্ট ১৫ হাজার কন্টেইনার জট স্বাভাবিক হতে তিন সপ্তাহ সময় লাগেবে। ধর্মঘটের কারণে ১৪টি বিদেশী জাহাজ পণ্য না নিয়েই জেটি ছাড়তে বাধ্য হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সচেষ্ট রয়েছে। তবে বিকডার দাবি, অঘোষিত ধর্মঘটে আমদানি রফতানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি বহির্বিশ্বে ক্ষুন্ন হয়েছে দেশের ভাবমূর্তি।
নিয়োগপত্র প্রাপ্তি ও মজুরী কমিশন বাস্তবায়নের দাবিতে গেল বুধবার সকাল থেকেই হঠাৎ করে কর্মবিরতি শুরু করে অফডক কেন্দ্রীক কন্টেইনার পরিবহন প্রাইমমুভার ট্রেইলার শ্রমিকরা। ফলে অফডক থেকে বন্দর আর বন্দর থেকে অফডকে পণ্য পরিবহন বন্ধ হয়ে যায়। এতে বন্দর থেকে আমদানী পণ্য ডেলিভারি ব্যহত হওয়ার সঙ্গে সঙ্গে শতভাগ বন্ধ হয়ে যায় রপ্তানীপণ্য জাহাজীকরণের কাজ।
বেসরকারী কন্টেইনার ডিপো মালিকদের সংগঠন বিকডা, শ্রমিকদের এই ধর্মঘটকে অযৌক্তিক দাবি করলেও শ্রমিক নেতারা বিকডার চুক্তি ভঙ্গের অভিযোগ করেছেন। ধর্মঘটের চার দিনে ১৪টি বিদেশী মাদার ভেসেল পণ্য না নিয়েই বন্দরের জেটি ছেড়ে যেতে বাধ্য হয়। পরিস্থিতি বেগতিক দেখে শনিবার দুপুরে উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসে বন্দর কর্তৃপক্ষ। দাবি মেনে নেয়ার আশ্বাসে শ্রমিকরা কাজে ফিরলেও অন্তত ১৫ হাজার কন্টেইনারের জট লেগেছে অফডকগুলোতে। যা স্বাভাবিক হতে সময় লাগবে অন্তত ৩ সপ্তাহ।