১৪৪ ধারা জারি করায় কক্সবাজারে শহীদ সরণির বদলে ঈদগাহ মাঠে বিএনপির কর্মসূচি

- আপডেট সময় : ০৫:৪১:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
কক্সবাজারে বিএনপি ও যুবলীগ পাশাপাশি জায়গায় সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। নির্ধারিত স্থানের ৫শ’ গজ দূরে ছোট পরিসরে সমাবেশ করে বিএনপি। এতে, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, রাতের আঁধারে ভোট চুরি করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে। এদিকে, গণতন্ত্রের মুক্তি দিবস উপলক্ষে কর্মসূচি ডাকে জেলা যুবলীগ।
১৪৪ ধারা জারির পর, সোমবার সকালে কক্সবাজার শহরের শহীদ সরণীতে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। ফলে, বিএনপি ও যুবলীগ নেতা-কর্মীদের সমাবেশস্থলের দু’শ মিটারের মধ্যে ঢুকতে দেয়নি পুলিশ।
কিন্তু, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কক্সবাজারের ৯টি উপজেলা থেকে মিছিল নিয়ে শহরে ঢুকতে থাকে বিএনপির হাজারো নেতাকর্মী। জড়ো হন শহরের ঈদগাঁহ মাঠে। পরে, সেখানেই কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান অভিযোগ করেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা সুবিধা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার।
পুলিশ অনুরোধ করায়, ঈদগাহ মাঠ খালি করে দেয় বিএনপি নেতাকর্মীরা। পরে, কলাতলী এলাকায় জড়ো হয়ে আবারো বিক্ষোভ করতে চায় দলের নেতাকর্মীরা। এসময় তাদের ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলাবাহিনী।
১৪৪ ধারা বহাল থাকায় শহীদ মিনারের সামনে সমাবেশ করেনি কক্সবাজার জেলা যুবলীগ। পরে, তারা অবস্থান কর্মসূচী পালন করে শহরের শহীদ দৌলত ময়দানে।
দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিদেশে সু-চিকিৎসার দাবিতে জেলা বিএনপি এবং গণতন্ত্রের মুক্তি দিবস উপলক্ষে জেলা যুবলীগ কর্মসূচী আহবান করে। এরই প্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।