১৩ হাজার ৬শ ৩৯ কোটি টাকার ৯ টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক

- আপডেট সময় : ০৭:১৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
মংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পে ৬ হাজার ১৪ কোটি ৬২ লাখ টাকা অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। সভায় মোট ১৩ হাজার ৬শ ৩৯ কোটি টাকার ৯ টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এদিকে, সভা শেষে পরিকল্পনমন্ত্রী জানান, সোমবার এক অনুষ্ঠানে গবেষণার উপর জোর দিয়ে হাস্যরস করতে গিয়ে মানুষকে কচুরিপানা খাওয়ার পরামর্শ দিয়েছিলেন
আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির নিয়মিত সভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। যাতে, মংলা বন্দরে সক্ষমতাবৃদ্ধিকরণ সহ ৯ টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এছাড়াও উল্লেখযোগ্য প্রকল্প হলো- ১ হাজার ৬শ ৮২ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে পদ্মা সেতু এপ্রোচ রোড নির্মাণে শরীয়তপুর-জাজিরা-নওডোবা সড়কের উন্নয়ন প্রকল্প। যা শেষ হবে ২০২২ সালে। এছাড়াও রাজশাহী মহানগরীর অবকাঠামো উন্নয়নে ২ হাজার ৯শ ৩১ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পরে সভার বিষয়ে গণমাধ্যমকে জানান পরিকল্পমন্ত্রী।
গেলো সোমবার এক অনুষ্ঠানে গবেষকদের উদ্দেশ্যে কচুরিপানা খাওয়ার উপায় খুঁজে বের করার কথা বলেছিলেন পরিকল্পনামন্ত্রী। সেই সাথে কথা বলেছিলেন, কাঠালের আকার নিয়েও। তার এ বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠায় নিজের আগের বক্তব্যের ব্যাখা দেন পরিকল্পনামন্ত্রী।সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, একনেক সভায় নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও ব্রিজ-কালভার্ট রক্ষণাবেক্ষণের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।