১৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন
- আপডেট সময় : ০৯:৪৮:০০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০
- / ১৬০৩ বার পড়া হয়েছে
প্রতিষ্ঠার ১৩ বছর পর আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন। এরই মধ্যে সমাবর্তনকে সামনে রেখে পুরোদমে চলছে প্রস্তুতি। সবার অংশগ্রহণে একটি সফল সমাবর্তন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ২ হাজার ৮শ’ ৮৮ জন শিক্ষার্থী কালো গাউন ও টুপি পরিধান করবে, তাই আনন্দে উচ্ছ্বসিত তারা।
বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষালাভের পর সমাবর্তনে আনুষ্ঠানিক সনদপ্রাপ্তি শিক্ষার্থীকে সব সময়ই আলোড়িত করে। আর এ আয়োজনকে ঘিরে তাদের উচ্ছ্বাসের কোন কমতি থাকে না । তাইতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনকে ঘিরে সাবেক শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উৎসব আমেজ। ক্যাম্পাসের স্মৃতি আর জুনিয়র সিনিয়রদের সাথে একই মঞ্চে সার্টিফিকেট গ্রহনের কাঙ্খিত মুহুর্তের অপেক্ষার কথা জানান শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ আবু তাহের জানান, সমাবর্তনের কাজ পুরোদমে চলছে। ২ হাজার ৮শ ৮৮ জন শিক্ষার্থী অংশগ্রহন করবে এই সমাবর্তনে।এরমধ্যে ১৪ জন শিক্ষার্থী পাবে চ্যান্সেলর গোল্ড মেডেল।
সমাবর্তনের দিনটিকে স্মরনীয় করে রাখতে সমাবর্তনকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত উৎসবমুখর করার দাবি শিক্ষার্থীদের।





















