১৩ জেলায় ৫৮ জনের করোনা শনাক্ত

- আপডেট সময় : ০৭:৫৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে ১২ জন, নেত্রকোনায় ১০, চট্টগ্রামে ৭, গাজীপুরে ৩ জন, মৌলভীবাজারে ২ জন, দিনাজপুরে ১ জন ও পাবনায় ১ জন, জয়পুরহাটে ২ জন, সুনামগঞ্জে ২, পিরোজপুরে ২ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১২ জনসহ ১৩ জেলায় ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
ময়মনসিংহে নতুন করে আরো ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৬৬ জনের করোনা শনাক্ত হলো।
নেত্রকোনায় এক ডাক্তারসহ আরও ১০ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ জনে।
চট্টগ্রামে আক্রান্ত আরো সাত জনকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। রাতে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন। এ নিয়ে চট্টগ্রাম ও আশপাশের পাঁচ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩৭ জনে।
গাজীপুরে গেল ২৪ ঘন্টায় এক’শ৩০ জনের নমুনা পরীক্ষা করে তিন জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
গেলো ২৪ ঘণ্টায় মৌলভীবাজার হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার পার্থ সারথি দত্তসহ নতুন দু’জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতালের আরএমও।
গত ২৪ ঘন্টায় দিনাজপুরের পার্বতীপুরে নতুন করে আরো এক করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১ জন।
পাবনায় আরো একজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে পাবনায় মোট ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
জয়পুরহাটের সদর উপজেলা ও পাঁচবিবিতে নতুন করে আরও দু’জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪ জন।
সুনামগঞ্জে করোনায় আরও দু’জন আকান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হলো ৩৬ জন।
টাঙ্গাইলে এক স্বাস্থ্য সহকারী করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২৭ জন।
গত ২৪ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের ১০ জনসহ মোট ১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৫৮।
পিরোজপুরে আরও দুইজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে।
চাঁদপুরে আরো তিন করোনা রোগী শনাক্ত। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ২২জন।