১৩ই জুন শুরু হচ্ছে ইতালিয়ান লিগ সিরি’আ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ১৩ই জুন শুরু হচ্ছে ইতালিয়ান লিগ সিরি’আ। তবে, দিনক্ষণ চূড়ান্ত করলেও দেশটির সরকারের অনুমতির অপেক্ষায় ক্লাবগুলো আর লিগ কর্তৃপক্ষ।
ভিডিও কনফারেন্সে দুটি তারিখ ১৩ ও ২০শে জুন পুনরায় মাঠে খেলা ফেরাতে ক্লাবগুলোর সাথে আলোচনা হয় দেশটির ফুটবল ফেডারেশন ও সরকারি কর্মকর্তাদের। বেশির ভাগ ক্লাবই ১৩ জুনের পক্ষে সম্মুতি দিয়েছে। তবে, এখনও অবশ্য সবকিছু চূড়ান্ত হয়নি। সরকার অনুমোদন করলে তবেই ইতালিয়ান লিগ ফেরার ঘোষণা আসবে। সিরি আ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, লিগ ফেরাতে সরকারের সিদ্ধান্ত ও চিকিৎসাবিষয়ক প্রটোকল মেনে খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। এরই মধ্যে ধাপে ধাপে অনুশীলনে ফিরতে শুরু করেছে দলগুলো। পুরোদমে অনুশীলন শুরু আগামী সপ্তাহে।