১২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার নির্বাচন
- আপডেট সময় : ০২:১৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
- / ২১২৭ বার পড়া হয়েছে
দীর্ঘ ১২ বছর পর আগামী ২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার নির্বাচন। এরই মধ্যে সংবাদ সম্মেলন করে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ করেছে স্বতন্ত্র প্রার্থী।
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় রয়েছে ভোটাররা। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে, নির্বাচন কমিশন।
এভাবেই বিভিন্ন জনপ্রিয় গানের রিমিক ছন্দ মিলিয়ে মাইকের মাধ্যমে প্রচার প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা। পার্বতীপুর পৌরসভার প্রত্যন্ত অঞ্চলে চলছে প্রচার প্রচারণা। সেই সাথে সকাল থেকে গভীর রাত অবধি চলছে উঠান বৈঠক। তবে ভোটাররা বলছেন, শুধু নির্বাচন এলেই প্রার্থীদের এলাকায় দেখা যায়।
নির্বাচন ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। স্বতন্ত্র প্রার্থী আর সরকারদলীয় প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে আনছেন নানা অভিযোগ। তবে এসব অভিযোগ অস্বীকার করে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।
সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে এরই মধ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা।
নির্বাচনে মোট ভোটার ৩০ হাজার ৭৯৯ জন ।















