১২ঘণ্টার মধ্যেই রংপুর নগরী বর্জ্য মুক্ত করা হবেঃ মেয়র
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহার দিন ১২ঘণ্টার মধ্যেই রংপুর নগরী বর্জ্য মুক্ত করা হবে বলে জানিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। আর এই কার্যক্রমের মাধ্যমে পরিচ্ছন্ন নগরী উপহার দেয়া হবে বলে জানান তিনি।
নগরীর ৩৩টি ওয়ার্ডে কোরবানির পশু জবাই করার জন্য ১১৭টি স্থান নির্ধারণ করা হয়েছে। যত্রতত্র পশু জবাই না করে নগরবাসীকে নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করার আহবান জানিয়ে মেয়র বলেন, সবাই সচেতন হলে ২৪ ঘন্টা নয়, ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা সম্ভব হবে। পশু জবাইয়ের স্থান পরিষ্কার রাখার জন্য তাৎক্ষণিক পরিচ্ছন্নতা কর্মীসহ আনুষাংগিক ব্যবস্থা করা হয়েছে উল্লেখ্য করে তিনি বলেন, সাড়ে ৪শ’ পরিচ্ছন্নতা কর্মী ৩টি জোনে বিভক্ত হয়ে ৩৩টি ওয়ার্ডে দ্রুত বর্জ্য অপসারণের কাজ করবে। কর্মীদের সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান মেয়র।





















