১১ দফা দাবিতে প্রতিকী অনশনসহ বিক্ষোভ করেছে পাটকল শ্রমিকরা
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১২:০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
- / ১৬১২ বার পড়া হয়েছে
মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে প্রতিকী অনশনসহ বিক্ষোভ করেছে চট্টগ্রামের ৯ টি রাষ্ট্রায়ত্ত্ব পাটকল শ্রমিকরা।
সকাল থেকে এই কর্মসুচী পালন করছে তারা। সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে মুরাদপুর অক্সিজেন সড়কে আমিন জুট মিলের সামনে।কর্মসূচি চলাকালে আমিন জুটমিলের শ্রমিকরা মুরাদপুর অক্সিজেন সড়কে অবস্থান নেয়।শ্রমিকরা জানায়,দীর্ঘদিন ধরে শ্রমিকদের বকেয়া পরিশোধ করছে না পাটকলগুলো।২০১৫ সালের জুলাই মাসে মজুরি কমিশনা ঘোষণা করা হলেও এখনো পাটকলগুলোতে তা বাস্তবায়ন করা যায়নি। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া পরিশোধসহ ১১ দফা দাবি বাস্তবায়ন না হলে আমরণ অনশনসহ কঠোর আন্দোলনে যাবার ঘোষণা দেন পাটকল শ্রমিকরা।

 
																			 
																		






















