১০ মার্চ ১৯৭১,বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনের ডাকে অচল সারাদেশ

- আপডেট সময় : ০৮:২৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
- / ১৫৯১ বার পড়া হয়েছে
১০ মার্চ ১৯৭১। বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনের ডাকে অচল সারাদেশ। এরমধ্যে স্বাধীন বাঙলা ছাত্র সংগ্রাম পরিষদ এক ইশতেহারে বাঙালি সৈনিক, ইপিআর ও পুলিশ সদস্যদের পাকিস্তান সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানায়।
পূর্ব বাঙলার সব বাড়ি ও যানবাহনে কালো পতাকা উত্তোলনের নির্দেশ দেয়া হয়। নারায়ণগঞ্জ জেল থেকে ৪০ কয়েদী পালিয়ে যায়। এরমধ্যে বন্দুকযুদ্ধে ২৭ জন আহত হয়। সারাদেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা ও কালো পতাকা উত্তেলিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক বিবৃতিতে অভিযোগ করেন, ” জনবিরোধী চক্র উন্মত্ত আচরণ করে চলেছে। সমরসজ্জা ও সৈন্য অব্যাহত ভাবে আনা হচ্ছে। বঙ্গবন্ধু জাতিসংঘ মহাসচিবের উদ্দেশে বলেন, শুধু জাতিসংঘ কর্মচারিদের ঢাকা থেকে সরিয়ে নিলেই দায়িত্ব শেষ হবে না। কারণ আজকের এই হুমকি গণহত্যার হুমকি। জাতিসংঘের সনদ অনুযায়ী বাংলাদেশের ৭ কোটি মানুষের মৌলিক অধিকার পর্যুদস্ত করার হুমকি। বঙ্গবন্ধু বলেন, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বাঙালিরা অধিকার আদায়ের জন্য যে কোন ত্যাগ স্বীকার করে শেষ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে। বাংলাদেশের জনগণ জানে যে ইতিহাস তাদের পক্ষে আছে এবং ধ্বংসকারী যতই শক্তিশালী হোক না কেন তাদের চূড়ান্ত বিজয় রুখতে পারবে না।