১০ বছরেও উদঘাটন হয়নি সাগর-রুনি হত্যা রহস্য

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের ১০ বছর অতিবাহিত হলেও উদঘাটন হয়নি তাদের হত্যা রহস্য।
১০ বছরেও জানা গেল না সাংবাদিক দম্পতি সাগর রুনিকে কে বা কারা হত্যা করেছে। গোয়েন্দা পুলিশ, রেব কেউই তদন্তে কোন গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেনি আজও । এনিয়ে মোট ৭৮বার মামলার তদন্ত প্রতিবেদনের সময় পিছিয়ে দেয়া হয়েছে। আগামী ১১ মার্চ পরবর্তী তারিখ ঠিক করে দিয়েছে আদালত। ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি গভীর রাতে নিজ বাসায় খুন হন এই সাংবাদিক দম্পতি। আলোড়ন সৃষ্টি হয় দেশজুড়ে। মানববন্ধন আর প্রতীকী অনশনের মধ্যে আটকে থাকে তাদের বিচার চাওয়ার প্রক্রিয়া। জোড়ালো কোন আন্দোলন বা কর্মসূচি এখনো দিতে পারেনি কোন সাংবাদিক সংগঠন।