১০ জেলায় মোট ১১৩ জন করোনায় আক্রান্ত

- আপডেট সময় : ১২:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরো ৩৯ জন, ময়মনসিংহে ১৬ জন, নেত্রকোনায় ১১ জনসহ ১০ জেলায় মোট ১১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
চট্টগ্রামে নতুন করে আরো ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সিভিল সার্জন। এ নিয়ে চট্টগ্রামসহ আশপাশের ৬ জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪শ’ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে মারা গেছে ১৫ জন।
ময়মনসিংহে ২৪ ঘন্টায় ২ চিকিৎসকসহ নতুন করে আরো ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ২ চিকিৎসক, ৪ জন নার্স এবং ৩ জন স্টাফসহ ৯ জন, সদর উপজেলায় ৬ জন এবং ভালুকা উপজেলার ১ জন রয়েছে। এ নিয়ে জেলায় ২৩০ জনের করোনা শনাক্ত হলো।
নেত্রকোনায় ইউএনও এবং ওসিসহ আরো ১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৮৫ জন করোনায় আক্রান্ত হলেন।
হবিগঞ্জে নতুন করে আরো ৭ জনের করোনা ভাইরাস পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০২ জন। আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ১১ জন।
গোপালগঞ্জে নতুন করে শিশুসহ ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে।
মাদারীপুরে নতুন করে আরো ৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হলেন ৫২ জন। আর সুস্থ হয়েছেন ২৯ জন।
দিনাজপুরে ২৪ ঘন্টায় এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো একজন রোগীর করোনা শনাক্ত হয়েছে। তার বাড়ি বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের বোর্ডহাট এলাকায়। এ নিয়ে দিনাজপুরে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫০ জন।
ঝিনাইদহে নতুন করে আরও একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন।
সাভার ও ধামরাইয়ে এক স্বাস্থ্য কর্মীসহ নতুন করে আরও ২১ জন করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দুই উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৩ জনে।
মৌলভীবাজারে চিকিৎসক পরিবারের সদস্যসহ তাদের সংস্পর্শে থাকা ৮ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। এদের সবার বাড়ী মৌলভীবাজার শহরে।