১০ কোটি টাকা মুল্যের মাদকের চালান আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
দেশের ইতিহাসে সবচেয়ে বড় আইসের চালান উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। বুধবার টেননাফ থেকে মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার রাজধানীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আহসানুল জব্বার জানান, নতুন এই মাদকের বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। নতুন এই মাদকটি ইয়াবার থেকেও বেশি শক্তিশালী আর প্রায় এর চালান দেশে আসছে বলেও জানান তিনি। বাংলাদেশেও বাজার সৃষ্টিতে একটি চক্র সক্রিয় রয়েছে, আর সাধারনত মিয়ায়মার হয়েই এই মাদক দেশে ঢুকছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।























