১০০ শয্যার জনবল দিয়ে চলছে ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতাল

- আপডেট সময় : ০৩:৩০:৪১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫০৯ বার পড়া হয়েছে
দীর্ঘ একযুগ ধরে ১০০ শয্যার জনবল দিয়ে চলছে ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতাল।খাবার ও বেড রয়েছে ২৫০ জনের, কিন্তু ডাক্তার, নার্স ও জনবল আছে ১০০ জনের। নানা সংকটে দুর্ভোগে পড়ছে শতশত রোগী। জনবলের চাহিদা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাক্তার কামরুজ্জামান।
নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামের কিছু অংশের মানুষ ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসে। ২০১৪ সালে হাসপাতালটিকে ১০০ শয্যা থেকে বাড়িয়ে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ঘোষণা করে সরকার।
একযুগ ধরে ১০০ শয্যার জনবল দিয়েই চলছে হাসপাতালটি, তাই সেবা না পেয়ে প্রাইভেট হাসপাতালে যেতে বাধ্য হচ্ছে। আউটসোসিংয়ে কয়েকজন জনবল থাকলেও গেলো ৩ বছর পারিশ্রমিক পাচ্ছে না।
এক্সরে, ইসিজি, আইসিইউ, স্ক্যানো, কিডনি ডায়ালাইসিসসহ অনেক সেবা থাকলেও জনবল না থাকায় অন্য বিভাগের লোকজনকে দিয়ে কোনরকমে কাজ চালু রাখা হয়েছে। স্যানিটেশন, অক্সিজেন সার্ভিসসহ নানা সমস্যার কথা জানিয়েছেন রোগী ও স্বজনরা।
ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. কামরুজ্জামান বলেন, সেবা দিতে ডাক্তার, নার্স ও সংশ্লিষ্টদের কষ্টসাধ্য হয়ে পড়েছে। জনবলের চাহিদা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
পর্যাপ্ত জনবল নিয়োগ দিয়ে জনগণকে সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।