১০টি বেসরকারি প্রতিষ্ঠানকে বিদেশগামীদের করোনা পরীক্ষার অনুমতি
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৭:৪৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
 - / ১৫৬৪ বার পড়া হয়েছে
 
১০টি বেসরকারি প্রতিষ্ঠানকে বিদেশগামী বাংলাদেশীদের করোনাভাইরাস পরীক্ষার অনুমতি দিয়েছে সরকার। এ নিয়ে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ২৬টি প্রতিষ্ঠানকে অনুমতি দিল স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর আগে ১৬টি সরকারি প্রতিষ্ঠানকে শুধু এ অনুমতি দেয়া হয়েছিল। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরে সচিবালয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান জানান, ল্যাবরেটরি সুবিধা রয়েছে এমন হাসপাতালকে অনুমোদন দেয়া হয়েছে। সেবার পরিধি বাড়াতেই এই উদ্যোগ বলে জানান তিনি।
																			
																		














