হোয়াইট ওয়াশের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা

- আপডেট সময় : ০২:৪১:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
দুপুর ২টায় সিলেটে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের তৃতীয় ও শেষ ওয়ানডে। হোয়াইট ওয়াশের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা। বিপরীতে ওয়াশ এড়িয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য জিম্বাবুয়েনদের।
তিন ম্যাচ সিরিজের দু’টিতেই সফরকারীদের উড়িয়ে দেয়ায় আত্মবিশ্বাসী স্বাগতিকরা। তাই শেষ ম্যাচে একাদশে পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। দলে ফিরেছেন সৌম্য সরকার। এদিকে তৃতীয় ম্যাচের আগে চোটে পড়েছেন নাজমুল হোসেন শান্ত। তাই সিরিজের শেষ ম্যাচে তার খেলা অনিশ্চিত। আর শেষ ম্যাচে মুশফিকুর রহীমের খেলা নিয়েও রয়েছে শঙ্কা। অন্যদিকে, হোয়াইট ওয়াশ এড়াতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই জিম্বাবুয়ের সামনে। ম্যাচ জয় কঠিন হলেও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সফরকারীরা। এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৬৯ রানের জয় পায় স্বাগতিকরা। এরপর দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেয়া ৩২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৩১৮ রান তুলে মাঠ ছাড়ে জিম্বাবুয়ে।