হেফাজতের হামলার ঘটনায় ১ হাজার ৫শ জনকে আসামি করে মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
- / ১৬৯০ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের শাল্লায় হামলার ঘটনায় ১ হাজার ৫শ জনকে আসামি করে মামলা হয়েছে। এক ভুক্তভোগীর আরেক মামলায় আসামি করা হয় ৫০ জনকে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২২ জন গ্রেপ্তার। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ টহল দিচ্ছে।
নিরাপত্তার স্বার্থে মামলার বাদী নাম গোপন রাখা হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতে রাতভর অভিযানে ছিলো পুলিশ। গেলো সোমবার সুনামগঞ্জের দিরাইয়ের নোয়াগাঁওয়ে হেফাজতে ইসলামীর যুগ্ম মহাসচিব মামুনুল হকের দেয়া বক্তব্যর সমালোচনা করে ফেইসবুকে পোস্ট দেন সনাতন ধর্মাবলম্বীর এক যুবক। তার পোস্টে ধর্মীয় উস্কানি ছিলো এমন অভিযোগ এনে মঙ্গলবার রাতে বিক্ষোভ করে মামুনুলের অনুসারীরা। পরবর্তী সংঘাত এড়াতে ওই রাতেই যুবককে আটক করে পুলিশ। বুধবার সকালে তাদের বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ ওঠে।























