হৃদয়ে পিতৃভূমি” শীর্ষক কর্মসূচীর নিমিত্তে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৫৫:২১ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
মুজিব জন্মশতবর্ষ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া সফর উপলক্ষে “টুঙ্গিপাড়া: হৃদয়ে পিতৃভূমি” শীর্ষক কর্মসূচীর নিমিত্তে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান। জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ জন প্রতিনিধি, সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রস্তুতিমুলক সভায় মুজিব বর্ষের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১০ জানুয়ারী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর করবেন। এসময় টুঙ্গিপাড়ায় দুই দিনব্যাপী আলোচনা সভা ও ৭ দিনব্যাপী আন্তর্জাতিক লোকজ মেলাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হবে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।






















