হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী সামাজিক দূরত্ব বজায় রেখেই পালিত হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
সামাজিক দূরত্ব বজায় রেখেই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
দুপুরে রংপুরে এসে সাবেক রাষ্ট্রপতি এরশাদের সমাধি জিয়ারত শেষে এসব কথা কথা বলেন তিনি । এ সময় তিনি বলেন, ১ জুলাই থেকেই এ উপলক্ষে কর্মীদের কালোব্যাজ ধারণ কর্মসূচি শুরু হয়েছে। এছাড়াও ১৪ জুলাই মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরের পল্লী নিবাসে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের কবর জিয়ারত করবেন শীর্ষস্থানীয় নেতারা।,রাজধানীসহ সারাদেশের প্রতিটি জেলা এবং উপজেলায় কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।