হুইল চেয়ারের ক্ষোভ ও আক্ষেপে নিজেই নির্বাচনে অংশ নিয়েছেন শারীরিক প্রতিবন্ধী প্রার্থী

- আপডেট সময় : ০৭:০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
দীর্ঘদিন একটি হুইল চেয়ারের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের শরণাপন্ন হয়েও না পেয়ে ক্ষোভ ও আক্ষেপে অবশেষে নিজেই নির্বাচনে অংশ নিয়েছেন শারীরিক প্রতিবন্ধী এক প্রার্থী। ৫ম ধাপের নির্বাচনে চাঁদপুরের হাইমচর উপজেলার ২ নম্বর আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী তিনি। নির্বাচিত হয়ে নিজের মত প্রতিবন্ধী ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর প্রত্যাশা তার। নির্বাচনে অংশ নেয়ায় এলাকাবাসীও সাধুবাদ জানিয়েছেন তাকে।
হাইমচর উপজেলার ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আব্দুল মতিনের ছেলে রুহুল আমিন ছৈয়াল। ছয় ভাইবোনের মধ্যে সে চতুর্থ। মাত্র ৫ বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে দুই পা হারান। এখন হুইল চেয়ারই ভরসা তার। এলাকায় চায়ের দোকান দিয়ে অভাব-অনাটনের মধ্য দিয়ে কোন রকমে সংসার চালান তিনি। এর মাঝে একটি হুইল চেয়ারের জন্য দীর্ঘদিন জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও না পেয়ে নিজে এ বছর নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এলাকাবাসী ও ভোটারদের দাবি যোগ্য ব্যক্তি ও প্রতিবন্ধী হওয়ায় ভোটারদের সহানুভূতি রয়েছে তার পক্ষে।
অপরদিকে, জয় পরাজয় যাই হোক না কেন প্রতিবন্ধী হয়েও নির্বাচনে অংশগ্রহণ একটি সাহসিকতার বিষয় বলেও দাবি এলাকাবাসীর।
একটি মহল এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত করতে এবং নির্বাচনে বর্তমান মেম্বারের পরাজয় নিশ্চিত করতে তাকে প্রার্থী হিসেবে উৎসাহ-উদ্দীপনা দিচ্ছেন বলে জানান এই ইউপি সদস্য।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নানা প্রস্তুতির কথা জানান জেলা নির্বাচন কর্মকর্তা।
হাইমচর উপজেলার ৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ১৯ জন চেয়ারম্যান, মেম্বার পদে ১২০ জন ও সংরক্ষিত আসনে ৩৪ জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন।