হাসিনাসহ পলাতকদের ফেরাতে জারি হচ্ছে রেড নোটিশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / ১৯১৬ বার পড়া হয়েছে
ইন্টারপোলের সহায়তায় শেখ হাসিনাসহ পলাতকদের ফিরিয়ে আনতে রেড নোটিশ জারি করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভবন সংস্কারকাজ দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, ‘যে খুনি গোষ্ঠী জুলাই আগস্ট মাসে গণহত্যা চালিয়েছে, যারা পালিয়ে আছে তাদেরকে ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছি। এটা খুব দ্রুত হবে। তারা যেখানেই থাকুক না কেন আমরা তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বোচ্চ উদ্যোগ নেব ও চেষ্টা করব।




















