হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করলো বাংলাদেশ

- আপডেট সময় : ০১:৪৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করলো ইমপ্যাক্ট ক্রিকেটের খোঁজে থাকা বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হেরেছে টাইগাররা। ক্রাইস্টচার্চে টস হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬৭ রান তোলে পাকিস্তান। ৭৮ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান। জবাবে ৮ উইকেটে ১৪৬ রানে থাকে বাংলাদেশের ইনিংস। ইয়াসির আলীর অপরাজিত ৪২, রান ইনিংস সর্বোচ্চ
নতুন ব্যান্ডে পুরনো মোড়কের ক্রিকেট। পালা বদলের ডাক দিয়ে খোলস বন্দি টাইগাররা। দেশ-কিংবা বিদেশ কোথাও নেই স্বস্তি, সব খানেই বিধ্বস্ত দল। ট্রাইনেশন সিরিজেও মলিন। সাকিব বিহীন ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানের হার জানানা দেয় টি-টুয়েন্টিতে বাংলাদেশ সামর্থ্য।
এক কথা বাজে ফিল্ডিংয়ের খেসরাত দিয়েছে বাংলাদেশ। ১০ রানে রিজওয়ানকে আউট করতে পারতেন সাব্বির। কিন্তু সে সুযোগ হেলায় না অবজ্ঞায় হারালেন তা তিনিই জানেন।
৫২ রানে বাবর আজকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান মেহেদী মিরাজ। তবে, জীবন পাওয়া রিজওয়ানকে আটকানো যায়নি। শান মাসুদ-হায়দার আলীদের বিদায়েও যার মনোবল ভাঙ্গেনী। ২১তম ফিফটি তুলে লড়েছেন পাকিস্তান ওপেনার।
মঞ্চ প্রস্তুত থাকলেও ঝড় তুলতে পারেননি ইফতিখার-আসিফ আলিরা। তবে, ঝড় তুলেছেন রিজওয়ান। ৫০ বলে তার ৭৮ রানের অপরাজিত ইনিংসে ১৬৮ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় পাকিস্তান। মোট রানের অর্ধকের বেশি দিয়েছেন মোস্তাফিক-হাসান মাহমুদ। ৮ ওভারে সংখ্যাটা ৯০।
জবাবে অল্প তুষ্টিতে ভোগার যে পুরনো অভ্যাস বাংলাদেশের তা এদিনও মাথা চাড়া দিয়ে ওঠে। ১০ রানে ফিরেছেন মিরাজ, ১৪ রানে সাব্বিরের বিদায়, গেলো কয়েকদিনে যার টিকটক অ্যাকাউন্টে ভিডিও সংখ্যাটা এর চেয়ে বেশি।
তৃতীয় উইকেটে লিটন আফিফের ৫০ রানের জুটি, ঘুরে দাঁড়ানোর আভাস। তবে, ৩৫ রানের লিটনের বিদায়ে ভেঙ্গে পরে প্রতিরোধের দেয়াল। গোল্ডেন ডাকে ফিরেছেন মোসাদ্দেক সৈকত।
২৫ রানে আফিফ ফিরলে শেষ জয় হয় জয়ের স্বপ্ন। সোহানের বিদায়ে যা পূর্ণতা পেয়েছে। শেষের দিকে, ইয়াসির আলীল অপরাজিত ৪২ রান, হারের ব্যবধানই কমিয়েছে মাত্র।
শনিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। একদিন পর স্বাগতিকদের প্রতিপক্ষ বাংলাদেশ।