হামলা ও ভাঙচুরের অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যানসহ চারজন গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
নোয়াখালীর চৌমুহনী উপজেলায় হামলা ও ভাঙচুরের অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যানসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গেলরাতে সেনবাগ উপজেলার সেবারহাট থেকে ওই ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, বেগমগঞ্জ থানা এলাকায় পূজামণ্ডপে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে রোববার বেগমগঞ্জ উপজেলা থেকে আরও তিন আসামিকে গ্রেফতার করা হয়। অপরদিকে, সেনবাগ থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন পাটোয়ারী জানান, চৌমুহনীতে পূজামণ্ডপ ও মন্দিরে হামলা ও ভাঙচুর এবং দুই ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামায়াত নেতা সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।