হানাদার বাহিনীর হাতে শহীদ ব্যক্তিদের তালিকা না হওয়ায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা থেকে শুরু করে বর্তমান প্রজন্ম
- আপডেট সময় : ০১:৪৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
বিজয়ের ৪৯ বছর পরও, হানাদার বাহিনীর হাতে শহীদ ব্যক্তিদের তালিকা না হওয়ায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা থেকে শুরু করে বর্তমান প্রজন্ম। বধ্যভূমিতে নিহতদের তালিকা প্রকাশ ও তাদের স্বজনদের সম্মানিত করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা।
দেরিতে হলেও বরিশাল নগরীর পানি উন্নয়ন বোর্ড চত্বরে হানাদার বাহিনীর ক্যাম্প, টর্চার সেল, বাংকার সংরক্ষণ ও সংস্কার হচ্ছে। মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষকে ধরে এনে, এখানে নির্যাতন চালিয়ে হত্যার পর খালে ফেলে দেয়া হতো। এক একর ৩০ শতাংশ জমিতে তিন কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে এর কাজ চলছে। জেলার ৩৩ বধ্যভূমিতে ৫০ হাজারের বেশি মানুষ গণহত্যার শিকার হয়।
বরিশালসহ দেশের সব বধ্যভূমি চিহ্নিত করে সেখানে নিহতদের তালিকা করার দাবি জানিয়েছে বর্তমান প্রজন্ম। বধ্যভূমিতে নির্যাতনের ঘটনার সাক্ষী, মুক্তিযোদ্ধা এবং স্বজনহারাদের নিয়ে কমিশন গঠনের মাধ্যমে শহীদের তালিকা করার আহ্বান জানান এ গবেষক। কবে এ তালিকা শেষ হবে, তা নিশ্চিত নন এ মুক্তিযোদ্ধা নেতা। জেলার ৯ উপজেলার ৩৩ বধ্যভূমির ৩০টিই সংরক্ষণ করা হয়নি। এগুলোর মধ্যে কয়েকটি সংরক্ষণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও, কার্যক্রম সেখানেই থমকে আছে।



















