হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ‘ঢাকা মর্নিং ফেস্ট ২০২৬’
- আপডেট সময় : ১০:৪৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ঢাকার নগরজীবনে ভোরের সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরতে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে RYZE প্রেজেন্টস ‘ঢাকা মর্নিং ফেস্ট ২০২৬’। ব্র্যান্ড সলিউশন লিমিটেড ও লিডারস ফোরাম বাংলাদেশ-এর যৌথ আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই ফেস্টিভ্যালটি সুস্থতা, বিনোদন ও সামাজিক সম্পৃক্ততার এক অনন্য উৎসবে পরিণত হয়।
ফেস্টিভ্যালের মূল আকর্ষণ ছিল ৭.৫ কিলোমিটার মর্নিং রান, যেখানে বিভিন্ন বয়সের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। হাতিরঝিলের মনোরম প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠিত এই দৌড় নগরবাসীর মধ্যে সুস্থ, সক্রিয় ও ইতিবাচক জীবনধারার বার্তা পৌঁছে দেয়।
এই তারুণ্যদীপ্ত আয়োজনের টাইটেল স্পনসর ছিল RYZE, একটি এআই-পাওয়ার্ড ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড। RYZE বর্তমানে বাংলাদেশের তরুণদের কাছে একটি জনপ্রিয় এআই হাব হিসেবে পরিচিত, যা প্রযুক্তির মাধ্যমে শেখা, সৃজনশীলতা ও নিজস্ব ভাবনা প্রকাশের অভিজ্ঞতাকে নতুন মাত্রা দিচ্ছে। এআই টুলস, কনটেন্ট, মিউজিক, গেমসসহ নানা যুগোপযোগী সার্ভিসের মাধ্যমে RYZE তরুণদের ডিজিটাল জীবনধারাকে আরও সমৃদ্ধ করছে।

মর্নিং রান শেষে অংশগ্রহণকারীরা জড়ো হন হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে, যেখানে আয়োজন করা হয় লাইভ মিউজিক সেশন। জনপ্রিয় শিল্পী শাওন গানওয়ালার সংগীত পরিবেশনা এবং সুফিতান দলের কাওয়ালি ভোরের এই উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।
ফেস্টিভ্যালের আরেকটি আকর্ষণ ছিল লোকাল শীতকালীন ফুডফেস্ট, যেখানে পিঠাপুলিসহ নানা ঐতিহ্যবাহী খাবারের আয়োজন ছিল। দৌড়, সঙ্গীত ও খাবারের সমন্বয়ে অংশগ্রহণকারীরা উপভোগ করেন এক ভিন্নধর্মী ও আনন্দঘন সকালের অভিজ্ঞতা।
আয়োজকদের মতে, ‘ঢাকা মর্নিং ফেস্ট’কে একটি নিয়মিত নগর সংস্কৃতি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে মানুষকে ভোরে জাগতে, শরীরচর্চা করতে এবং সমমনা মানুষের সঙ্গে যুক্ত হতে উৎসাহিত করা হবে। অংশগ্রহণকারীদের ব্যাপক সাড়া ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই আয়োজন চালিয়ে নেওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে।











