হাওরে ধান নষ্ট হলে বাড়বে চালের দাম : কৃষিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০০:০২ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
- / ১৬৪২ বার পড়া হয়েছে
হাওরের পুরো ধান নষ্ট হয়ে গেলে চালের দাম বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওরের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। হাওরের ধান তলিয়ে চালের দাম বেড়ে গেলেও সবাই তখন খাদ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে জবাব চাইবে। মন্ত্রী বলেন, পিআইসির বাঁধ নির্মাণে দুর্নীতি অনিয়মের বিষয়ে প্রধানমন্ত্রীকে জানানো হবে। হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ প্রতি বছর ডিসেম্বরের আগে শুরুর বিষয়ে প্রস্তাবনা দেয়ার কথা জানান কৃষিমন্ত্রী। এ সময় মন্ত্রী জানান, হাওরের বোরো আবাদীরা খাদ্য সহায়তা পাবে





















