হাওরের কৃষকদের উদ্বেগ-উৎকণ্ঠা দূর হচ্ছে না

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
হাওরের কৃষকদের উদ্বেগ-উৎকণ্ঠা দূর হচ্ছে না।সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আছানপুর গ্রামের পাউবোর বাঁধ ভেঙ্গে হালির হাওরে ঢুকছে পানি।
রাতে পানি উন্নয়ন বোর্ডের পিআইসি নির্মিত বাঁধটিতে ফাটল দেখা দেয়। পরে বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করতে থাকে। এই হাওরে সবচেয়ে বেশি জমি জামালগঞ্জ উপজেলার কৃষকদের। ইতোমধ্যে প্রায় অর্ধেক ধান কাটা হয়েছে। আরো অর্ধেক ধান কাটা বাকি। এই অবস্থায় হাওর তলিয়ে যাওয়ায় কৃষকরা পড়েছেন ক্ষতির মুখে । জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গত রাতে বৌলাই নদীর পানির চাপ বাড়ায় বাঁধের প্রায় ৩০ ফুট এলাকা দিয়ে আহসানপুর হাওরে পানি ঢোকে। বাঁশের খুঁটি পুতে ও মাটি ভর্তি বস্তা ফেলে বাধ মেরামতের চেষ্টা চলছে। এছাড়াও অধিক ঝুঁকিতে রয়েছে আরও ১০ বাঁধ। কৃষি বিভাগ বলছে, হাওরের ৮০ ভাগ জমির ধান কাটা হয়েছে। বাকি রয়ে গেছে ২০ ভাগ ফসল।