হাইভোল্টেজ ম্যাচে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। ফলে পয়েন্ট হারিয়ে টেবিলের শীর্ষে উঠতে পারেনি দু’দলের কেউই।
অ্যানফিল্ডে ম্যাচের প্রথমার্ধের পুরোটা সময় দাপট দেখিয়েছে পেপ গার্দিওয়ালার ম্যান সিটি। কিন্তু সব আক্রমণের সামনে বাঁধা হয়ে দাড়ান লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার। বিরতির পর সাদিও মানের গোলে ডেডলক ভাঙ্গে অলরেডরা। দশ মিনিটের ব্যবধানে ম্যান সিটিকে সমতায় ফেরান ফিল ফোডেন। ৭৬ মিনিটে মোহাম্মদ সালাহর গোলে আবারো এগিয়ে যায় লিভারপুল। তবে পাঁচ মিনিট পর আবারো সমতায় ফেরে ম্যান সিটি। স্কোরশিটে নাম তোলেন কেভিন ডি ব্রুইনা। তাতেই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে লিভারপুল। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে তালিকার তিনে ম্যান সিটি।