হল সুপারের বাসা ভেঙ্গে অন্য ভবন নির্মাণ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
হল সুপারের বাসা ভেঙ্গে অন্য ভবন নির্মাণ বন্ধের দাবি জানিয়েছে আলীয়া মাদ্রাসা সুরক্ষা কমিটি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি তুলে ধরেন কমিটির আহ্বায়ক আব্দুছ ছবুর মাতুব্বর।
রাজধানীর বকসীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলীয়ার হল সুপারের বাসা ভেঙ্গে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভবন নির্মাণ করা হচ্ছে। এর পেছনে মাদ্রাসা অধক্ষ্যের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে ভবন নির্মাণের ওয়ার্ক অর্ডার ২৪ ঘণ্টার মধ্যে বাতিল, শির্ক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, মাদ্রাসার জমি দখলমুক্ত করাসহ ৫ দফা দাবি তুলে ধরা হয়। অন্যথায়, কাল দুপুরে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন সুরক্ষা কমিটির আহবায়ক।










