হলুদ, জিরা, শুকনা মরিচের মতই কাঁচা পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা মরিচের গুড়া আসছে বাজারে
- আপডেট সময় : ০২:২২:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
- / ১৬৮২ বার পড়া হয়েছে
হলুদ, জিরা, শুকনা মরিচের মতই কাঁচা পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা মরিচের গুড়া আসছে বাজারে। অতি সহজে ঘরেই তৈরির এ প্রযুক্তি উদ্ভাবন করেছে বগুড়া মসলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। গুড়া মসলার ব্যবহার হলে বাজারে সংকট কেটে যাবে।
দেশে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা মরিচ রান্নায় সাধারনত কাঁচাই ব্যবহার হয়। পঁচনশীল আর সংরক্ষণের অভাবে সারা বছরই এর সংকট থাকছে। হচ্ছে নানা লঙ্কাকাণ্ড। এই সংকট দূর করতে বগুড়ার মসলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা নিয়ে এসেছে গুড়া প্রযুক্তি।কাঁচার বিকল্প হিসেবে সব রান্নাতেই গুড়া ব্যবহার করা যাবে। গুনাগুন থাকবে আগের মতই।
কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে সোডিয়াম মেটাবাই সালফাইড দ্রবণে ভিজিয়ে রাখতে হবে কয়েক ঘন্টা। এরপর রোদে শুকিয়ে ঘরেই ব্লেন্ডারে ব্লেন্ড করলে গুড়া হবে। আদা, রসুন ও কাঁচা মরিচের গুড়াও হবে একই নিয়মে। এসব গুড়া মসলা রাখা যাবে প্রায় দুই বছর জানান, এ প্রযুক্তির উদ্ভাবক ডঃ মাসুদ আলম। এ প্রযুক্তি সম্প্রসারণের উদ্যোগ নেয়া হচ্ছে জানালেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত আর সংকট কাটাতে নতুন এ প্রযুক্তি ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া প্রয়োজন বলে মনে করেন সকলেই।



























