হলি আর্টিজান জঙ্গি হামলায় শহীদ রবিউল করিমের মৃত্যু বার্ষিকী পালিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
- / ১৬৮৯ বার পড়া হয়েছে
গুলশানে হলি আর্টিজান জঙ্গি হামলায় শহীদ রবিউল করিমের মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
২০১৬ সনের ১ লা জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি নামের রেস্তোরাঁয় জঙ্গি হামলায় রবিউল করিম শহীদ হন। মৃত্যুর সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। রবিউল করিমের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কাটিগ্রামে। তিনি ৩০ তম বিসিএসে মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন। নিজ গ্রামে হসপাতাল, বৃদ্বাশ্রম এবং প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত বিদ্যালয় স্থাপন করে গেছেন। প্রতিবছর নানা আয়োজনে শ্রদ্বার সাথে দিনটি উদযাপন করলেও এ বছর করেনার কারণে সিমিত আকারে বিভিন্ন সংগঠন দিবসটি পালন করছেন।