হরিপুরে প্রায় পাঁচ’শ বিঘা জমিতে জিংক সমৃদ্ধ ধান উৎপাদন করেছে স্থানীয় কৃষক
- আপডেট সময় : ০২:৪৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের সীমান্ত উপজেলা হরিপুরে প্রায় পাঁচ’শ বিঘা জমিতে জিংক সমৃদ্ধ ধান উৎপাদন করেছে স্থানীয় কৃষক। এই ধান মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিজেদের খাদ্য, পুষ্টি ও অর্থ উপার্জনের পাশাপাশি সারাদেশের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জনে তারা অবদান রাখছে বলে মনে করে সংশ্লিষ্টরা।
প্রত্যন্ত ও দুর্ভিক্ষপীড়িত এলাকা হিসেবে সবসময় আলোচনার বাইরেই ছিলো হরিপুরের কাঁঠালডাঙ্গী টেংরিয়া প্রধানপাড়া। আজ সফলভাবে জিংক ধান উৎপাদন ও ব্যবহার করে সারাদেশের দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয় কৃষক।
শুধু উৎপাদনই নয়, স্বাস্থ্যকরভাবে ধান থেকে চাল করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহে সহযোগিতা করছে বেসরকারি সংস্থা হারভেস্ট প্লাস, বাংলাদেশ। পুরো প্রক্রিয়াটিকে ইতিবাচকভাবে দেখছে স্থানীয় প্রশাসন।
এলাকার ধানক্ষেত ও চাল উৎপাদনের কারখানা সরজমিনে দেখে খুশি সংশ্লিষ্টরা। শুধু ক্ষুধা মেটানো নয়, পুষ্টি পূরণেও ভূমিকা রাখতে পেরে গর্বিত ঠাকুরগাঁওয়ের চাষিরা।





















