হবিগঞ্জে ব্যাপক সাড়া ফেলেছে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
হবিগঞ্জে হতদরিদ্রদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার।
জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি’র ব্যবস্থাপনায় প্রতিদিন সকালে শহরের টাউন হলের সামনে বিতরণ করা হয় নানান সবজি। বিতরণের আগে থেকেই ওই এলাকায় জড়ো হতে থাকেন আশপাশের এলাকার অসহায় মানুষ। দীর্ঘ লাইন ধরে একে একে সংগ্রহ করেন সবজি। সেসব দিয়েই চলে পরিবারগুলোর প্রতিদিনের খাওয়া দাওয়া। করোনা ভাইরাস ও লকডাউনের কারণে অনেকেই কর্মহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। আয়-রোজগার নেই, তাই সংসারে বাজার-সদাইও হচ্ছে না ঠিকমতো। তাদের কথা চিন্তা করেই শোকের মাসে এ কার্যক্রমের উদ্যোগ নেন জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক।

















