হত্যায় জড়িত থেকে গণতন্ত্র ও শান্তি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রধানমন্ত্রীর কথা বলা শোভা পায় না: মির্জা ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
হত্যার সাথে জড়িত থেকে গণতন্ত্র ও শান্তি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কথা বলা প্রধানমন্ত্রীর মুখে শোভা পায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা কমিটির আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা জাতির মুক্তির জন্য প্রাণ দিয়েছেন। গত পনের বছর ধরে ভংয়কর ত্রাসের মধ্যে বসবাস করছে জনগণ।
মির্জা ফখরুল আরো বলেন, যারা প্রাণ দিয়েছে তাদেরকে সন্মান জানাতে হলে এ সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে প্রচার করছে আওয়ামী লীগ সরকার।
জিয়াউর রহমানের অবদান স্বীকার না করে কিভাবে তাকে খাটো করা যায় সরকার প্রতিনিয়ত সেই চেষ্টাই করছে।