হতাশা পেছনে ফেলে জাতীয় দলে ফিরতে চান পেসার শাহাদাত

- আপডেট সময় : ০৮:৫০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
- / ১৬১১ বার পড়া হয়েছে
হতাশা আর অনাকাঙ্খিত ঘটনাকে পেছনে ফেলে আবারও জাতীয় দলে ফিরতে চান পেসার শাহাদাত হোসেন রাজীব। সাদা পোশাকে আবারও রঙ ছড়াতে চান তিনি। টেস্ট ক্যারিয়ারে দেশের পক্ষে সর্বোচ্চ ৪ বার পাঁচ উইকেট নেয়ার কীর্তিকে বড় প্রাপ্তি বলছেন শাহাদাত।
লম্বা রান-আপ, বাইশ গজে গতির ঝড়। এলোমেলো চুল আর উইকেট নিয়ে বুনো উল্লাস। একসময় বাংলাদেশ দলের অটোমেটিক চয়েজ- শাহাদাত হোসেন রাজীবের ক্যারিয়ারটা এমনই।
তবে, ক্রিকেটের বনেদী ফরম্যাটে বেশি উজ্জ্বল শাহাদাত। দেশের হয়ে সবচেয়ে বেশি- চারবার ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন এই পেসার। গেল ৮ বছরেও যেখানে কোন উত্তরসূরী একবারের জন্যও নিতে পারেননি পাঁচ উইকেট।
২০০৫ সালে অভিষেক। রাহুল দ্রাবিড়ের হেলমেট ভাঙা, লর্ডসে ৫ উইকেট নিয়ে অনার বোর্ডে নাম তোলা, কিংবা ওয়ানডেতে দেশের প্রথম হ্যাটট্রিক। কতো কীর্তির অধিকারী শাহাদাত হোসেন রাজীব।
হঠাৎ তারকা হয়ে ওঠা শাহাদাতের পতনও আবার আকস্মিক। জাতীয় দল থেকে বাদ পড়া আর ইনজুরির পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা অনাকাঙ্ক্ষিত ঘটনায় কলঙ্কিত হয়েছে তার ক্যারিয়ার ও ইমেজ। যা থেকে শিক্ষা নিয়ে আবারও ঘুরে দাঁড়াতে চান তিনি। প্রতিনিধিত্ব করতে চান জাতীয় দলের হয়ে।
জানুয়ারিতে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ–বিপিএল। ঘরোয়া এই আসর নিয়েও একাধিক পরিকল্পনা আছে শাহাদাত হোসেন রাজীবের।